সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেল কলেজের ছাত্র নিহত

খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান আকাশ। ছবি : সংগৃহীত
খুলনার লবণচরা থানাধীন রূপসা বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আরিফুর রহমান আকাশ। তিনি খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ সকালে মোটরসাইকেলে করে রূপসা এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন আকাশ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের।
দুর্ঘটনার ফলে মাথায় আঘাতজনিত কারণে আকাশের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।