ভাইয়ের ছুরিকাঘাতে প্রকৌশলী নিহতের অভিযোগ

চট্টগ্রাম নগরীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সোহেল চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
urgentPhoto
আজ রোববার সকালে নগরীর নূর আহমেদ সড়কের রাবেয়া রহমান গলির একটি বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, লেখাপড়া করতে তাগিদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ার সোহেলকে হত্যা করেছে রায়হান চৌধুরী রানা। ঘটনার পর থেকে সে পলাতক আছে। সে স্থানীয় কাজেম আলী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ভবনের চার তলার বাসায় পরিবার নিয়ে থাকেন সিরাজউদ্দৌলাহ। তাঁর বড় ছেলে সোহেল ছোট ছেলে রায়হানকে লেখাপড়ার জন্য কয়েকদিন ধরে তাগিদ দিয়ে আসছিলেন। সকালে কলেজে নিয়ে যাওয়ার জন্য তৈরি হওয়ার কথা বললে সোহেলের প্রতি ক্ষিপ্ত হয় রায়হান। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর পালিয়ে যায় সে।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিস উদ্ধার করা হয়েছে।
নিহতের চাচাতো বোন বলেন, ‘ঘটনা শুধু কলেজে যাওয়ার জন্য। বলছে যে, তুই তাড়াতাড়ি কলেজের জন্য রেডি (তৈরি) হ, আমি দিয়ে আসব। এটুকু বলছে যেই, ও উত্তেজিত হয়ে গেছে। আর কিছু না।’
‘উত্তেজিত হইয়া দা নিছে যে, ওরাও দেখে নাই, কেউ দেখে নাই। ও কখন, কী করছে সেটা জানে না। ও (বড় ভাই) ভিতর থেকে যখন চিল্লাচিল্লি করতেছে’, যোগ করেন ওই নারী।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিজানুর রহমান বলেন, ‘এটা তো স্পষ্ট, ছোট ভাই যেটা, সেটা একটু ঘরকুনো টাইপের ছিল। মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল। সে একা, একা থাকত। তো, তার পড়াশোনা নিয়া বড় ভাই যখন শাসন করছে, বিভিন্নভাবে তার টাকা-পয়সা খরচ নিয়া যখন প্রশ্ন তুলছে গতকালকে রাতে, তখন থেকেই সে ক্ষুব্ধ ছিল।’
এডিসি আরো বলেন, ‘আজকে সকালে বড় ভাই যখন তাকে ডাকতে গেছে, তখনই সে ঘর থেকে বের হয়ে সাথে সাথে বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে প্রথম। তারপর একবারে জবাই করে ফেলে। জবাই করে সে পালিয়ে যায়। এখন তাকে ধরাটাই মূল কাজ।’