নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উল্লাপাড়া থানাসংলগ্ন করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে হাসু (৩২) ও তাঁর ছেলে শাকিল (৮)। হাসু উল্লাপাড়া সদরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তাঁর ছেলে শাকিল চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, আজ দুপুরে থানাসংলগ্ন করতোয়া নদীর ঘাটে গোসল করতে নামেন হাসু ও তাঁর ছেলে। সবার অগোচরে বাবা-ছেলে নিখোঁজ হন। সোয়া ২টার দিকে স্থানীয় লোকজন গোসল করতে নেমে প্রথমে ছেলে ও পরে বাবার লাশ উদ্ধার করে।
এসআই জানান, স্বজনরা লাশ দুটি বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।