ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন ২ মার্চ

আসছে ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব ড. এস জয়শঙ্কর। আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী সার্ক যাত্রার প্রথম ধাপে ১ মার্চ ভুটানে যাবেন জয়শঙ্কর। ২ মার্চ তিনি যাবেন বাংলাদেশ, ৩ মার্চ পাকিস্তান এবং ৪ মার্চ আফগানিস্তান সফরে যাবেন।
আকবরউদ্দিন আরও বলেন, সার্কভুক্ত অন্য দেশগুলোতে সফরের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ২ মার্চ বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রসচিব। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বহু বিষয়ে আলোচনা হবে।
গত ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সম্পর্ক মজবুত করতে তিনি নবনিযুক্ত পররাষ্ট্রসচিবকে সার্ক দেশগুলো সফরে পাঠাবেন। দায়িত্ব নেওয়ার পর এস জয়শঙ্কর বলেছিলেন, সরকারের অগ্রাধিকারগুলোকেই প্রাধান্য দেবেন তিনি।