সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে দস্যু’ নিহত

সুন্দরবনের খুলনা জেলার দাকোপ উপজেলার অংশে তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে কোস্টগার্ড। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি বনে সংগঠিত দস্যুদলের সদস্য।
আজ সোমবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ দাবি করেন, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।
‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে ১২টায় ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।
‘সোনাইমুখী খালে প্রবেশ করামাত্রই বনদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাত এক বনদস্যু। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।’
কোস্টগার্ড কর্মকর্তা আরো দাবি করেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, চারটি অস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়।