ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

ঝিনাইদহে মাদকবিরোধী বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে আটক ব্যক্তিদের একাংশ। ছবি : এনটিভি
ঝিনাইদহে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ীসহ ৫২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। এর অংশ হিসেবে গত রাতে জেলার ছয় উপজেলায় ৫২ জনকে আটক করা হয়।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।