খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ নিহত ৪

খুলনায় একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মীসহ চারজন নিহত হয়েছে।
আজ সোমবার ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই চিকিৎসকের নাম ডা. শাহাদাৎ হোসেন ও ডা. মোয়াজ্জেম হোসেন। তাঁদের সঙ্গে নিহত হন তাঁদের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন।
অন্য দুর্ঘটনায় নিহত হন স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলাম।
খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আজ বিকাল ৪টার দিকে ফুলতলা্য় রানীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা -যশোর সড়কে খুলনামুখী গড়াই পরিবহনের বাসের সঙ্গে যশোরমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী ডা. শাহাদাৎ হোসেন, ডা. মোয়াজ্জেম হোসেন এবং চালক জাহাঙ্গীর নিহত হন। পুলিশ বাসটিকে আটক করেছে ।
খুলনায় সড়ক দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এই গাড়িতেই ছিলেন দুই চিকিৎসক। ছবি : এনটিভি
অপরদিকে আজ সকালে মোটরসাইকেলযোগে যশোরের কেশবপুর থেকে চুকনগনর যাচ্ছিলেন ভরতভায়না ইউনিয়নের স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলাম। মোটরসাইকেল আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল তিনি।