ডিসেম্বরে পৌর নির্বাচন, নভেম্বরে তফসিল

এ বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হবে প্রায় আড়াইশ পৌরসভার নির্বাচন। আর আগামী মাসেই এর তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার দুপুরে ইসি কার্যালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন আইনের যে সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে তাকে স্বাগত জানিয়ে শাহনেওয়াজ বলেন, নতুন আইন হলে শুধু নিবন্ধিত দলগুলোই দলীয়ভাবে এতে অংশ নিতে পারবে।
দেশের ৩২৪টি পৌরসভার মধ্যে ২৪৫টি পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ প্রায় শেষ, এ জন্যই চলতি বছরে এসব পৌরসভার নির্বাচন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে সব স্থানীয় নির্বাচন হবে দলীয় প্রতীকে দলীয়ভাবে। এটি আইন আকারে নির্বাচন কমিশনে এলেই সেই ভিত্তিতে এসব নির্বাচনের নতুন বিধি তৈরি করা হবে বলে জানান কমিশনার শাহনেওয়াজ।
তিনি জানান, নতুন নিয়ম হলে কাউন্সিলর-মেয়রসহ সব পদে প্রার্থীদের একই দলীয় প্রতীক থাকবে, শুধু ব্যালট পেপারের রং হবে ভিন্ন।
নির্বাচন কমিশনার আরো জানান, নিবন্ধন বাতিল হয়েছে বা নিবন্ধন নেই এমন দলের পাশাপাশি আঞ্চলিক কোনো দলও নির্বাচনে দলীয় প্রার্থী দিতে পারবে না।
সর্বশেষ ২০১১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পৌরসভা নির্বাচন হয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, পৌরসভা নির্বাচনের পর সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।