আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে : আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতির কথা জানান নবনির্বাচিত মেয়র।
সংবাদ সম্মেলনে আগামী এক বছরে নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন আতিকুল ইসলাম। নগরবাসীর বহুমুখী সেবায় ডিজিটাল পদ্ধতি প্রণয়নসহ পরিকল্পনার অংশ হিসেবে তিনি বলেন, ‘বৃক্ষ রোপণ, নগর বনায়ন ও নগর কৃষির বিস্তার ও বিকাশ, এলাকায় মহল্লায় উন্মুক্ত পার্ক ও মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা, ফুটপাথ নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা, প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে।’
এসব ছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নগরীর নানাবিধ সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আতিকুল ইসলাম। তবে সব ক্ষেত্রেই তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। বলেন, সাধারণ মানুষের সচেতনতা ঢাকাকে বদলে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন।
এ ছাড়া দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গ্রহণ করা শক্ত অবস্থানের সঙ্গে একাত্মতা জানিয়ে নিজ এলাকায় এসব দূর করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন আতিকুল ইসলাম।