ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করে প্রজ্ঞাপন

ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। এতে আরো বলা হয়, অবিলম্বে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।
গত ১৪ সেপ্টেম্বর দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহের নাম। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পরপরই নিকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
ওই দিন সচিব বলেছিলেন, নতুন এই বিভাগের লোকসংখ্যা হবে প্রায় এক কোটি ১৬ লাখ ৭০ হাজার।