হত্যার পর টুকরো টুকরো করে রাস্তায় নিক্ষেপ!

খুলনা মহানগরীর শেরেবাংলা রোড ও ফরাজীপাড়া লেন থেকে আজ বৃহস্পতিবার এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : পিবিএ
খুলনা মহানগরের শেরেবাংলা রোডে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ফরাজীপাড়া লেন থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শেরে বাংলা রোডের একটি এতিমখানার সামনে রক্তমাখা পলিথিন দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে ফরাজীপাড়া লেন থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-নর্থ) শাকিলুজ্জামান জানান, শেরেবাংলা রোডের একটি এতিমখানার সামনে থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে শেরেবাংলা রোডের সামান্য দূরে ফরাজীপাড়া লেনে দুটি সিমেন্টের ব্যাগ থেকে মাথা ও দুই হাত-পা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।