খুলনায় গ্রেপ্তারের পরই ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

খুলনার দৌলতপুর থানা এলাকায় গ্রেপ্তারের ঘণ্টাখানকের মধ্যেই ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কৃষি কলেজের পেছনের বড় মাঠ এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ।
নিহত ব্যক্তির নাম মিরাজুল ইসলাম মিরাজ। তিনি খুলনা সিটি করপোরেশনের ফুলবাড়ী গেট জাব্দিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির নয়টি মামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে ওসি কাজী মোস্তাক আহমেদের ভাষ্য হচ্ছে, রাত ১০টার দিকে দৌলতপুর থানার সেনপাড়া এলাকা থেকে আসামি মিরাজকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাতির মালামাল উদ্ধারের জন্য রাত ১১টার দিকে তাঁকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ।
‘এ সময় সেখানে ওত পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’
ওসি আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি বন্দুকের গুলি, দুটি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভারসহ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।