ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/15/photo-1444870346.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার প্রতিরোধে ও সবাইকে সচেতন করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরে এ দুই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে জেলার ৩০টি সংগঠনের হাজারো মানুষ অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের লোকনাথ দীঘিরপাড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আসে। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা।
মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা ১৫ জনকে সমাবেশে ফুলের শুভেচ্ছা জানানো হয়।