মাগুরায় সিপিবি-বাসদের অভিযাত্রা সমাবেশ

সুন্দরবন রক্ষার দাবিতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বামপন্থী নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন বাঁচাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অভিযাত্রা সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশে দুই দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
সিপিবি মাগুরা জেলার সভাপতি গোলাম খবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
বক্তারা বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে অদূর ভবিষ্যতে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সরকারকে অবিলন্বে এই বিদ্যুৎকেন্দ্র সরিয়ে অন্যত্র স্থাপনের আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে শহরে মিছিল বের হয়। এরপর অভিযাত্রা দলের নেতারা যশোরের উদ্দেশে যাত্রা করেন।