পথে ছুরিকাঘাত, লুটিয়ে পড়লেন বাসার সামনে

খুলনায় মিজানুর রহমান বালা (৫০) নামের এক ঠিকাদারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নগরীর বাগমারায় নিজ বাসভবনের সামনে থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মিজানুর রহমান বালা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মরহুম এসএম মেজবাহ হোসেন বুরুজের বড় ভাই। এ ঘটনায় বুরুজের স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাজিয়া সেতুকে খুলনা থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, নিহতের বাড়ি নগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে। তিনি গোপালগঞ্জ শিবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে। বুধবার রাত পৌনে ১০টার দিকে রিকশায় করে মিজানুর রহমান বালা নিজের বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন তাঁর পেটে ছুরিকাঘাতের ক্ষত দেখতে পায়। দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর দুই বাহুতে ও পেটের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নগরীর মুসলমানপাড়া বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
তবে অপর একটি সূত্র জানায়, মিজানুর রহমান বালা রিকশায় করে নগরীর রায়পাড়া থেকে বাগমারা আসার পথে অন্ধকারে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, রক্তাক্ত অবস্থায় মিজানুর রহমান বালাকে বাড়ির সামনে থেকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঠিকাদারী পেশায় জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর প্রতিষ্ঠানের নাম সানি এন্টারপ্রাইজ।
নিহতের ভাই যুবলীগ নেতা এসএম মেজবাহ হোসেন বুরুজও ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০১৫ সালের ১৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে বুরুজ মারা যান।