ময়মনসিংহের তারাকান্দায় প্রতিমা ভাঙচুর

ময়মনসিংহের তারাকান্দা থানার খিরচা গ্রামে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবারও খিরচাগ্রামে গৌরাঙ্গ সাহার বাড়িতে দুর্গোৎসবের প্রতিমা তৈরি করা হয়। আজ প্রতিমাগুলো মণ্ডপে সাজানোর কখা ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাড়ির কর্তা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পান।
খোঁজ নিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা কার্তিক, গণেশ, দুর্গা ও অসুরের প্রতিমা ভাঙে।
বাড়ির মালিক গৌরাঙ্গ সাহা জানান, রাত ২টার দিকে ঘুমাতে যাওয়ার সময় প্রতিমাগুলো ছিল স্বাভাবিক। সকাল সাড়ে ৬টার সময় তিনি দেখতে পান, প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল জলিল গৌরাঙ্গ সাহার পক্ষে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লাকে ফোন করে বিষয়টি জানান।
ওসি বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের বিষয়ে অনুসন্ধান চলছে ।