শিক্ষায় এত উন্নয়ন অতীতে কেউ করেনি
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, অতীতে আর কোনো সরকারের আমলে তা হয়নি। মেধার বিকাশ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাক্ষেত্রে যা যা করা দরকার, সরকার সবই করতে প্রস্তুত।
আজ শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রশাসনিক কাম পরীক্ষা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভবনটি তিন কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
কৃষি, অর্থনীতি, শিক্ষাসহ সবকিছুতে সরকার সফলতার পথে এগিয়ে যাচ্ছে এবং মানুষ তার সুফলও পাচ্ছে বলে উল্লেখ করেন মির্জা আজম। তিনি বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো; আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাপিয়ন অব দি আর্থ’সহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলী ইমাম, উপাধ্যক্ষ হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।
পরে নিজের নাম নিবন্ধনের মাধ্যমে প্রতিমন্ত্রী ২০১৬ সালে অনুষ্ঠিতব্য সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।