দুর্গাপূজায় আট দিন বন্ধ হিলি স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রোববার থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা হবে না।
হিলি স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ লস্কর জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে এ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করেন। পরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সাপেক্ষে আজ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২৬ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট বহনকারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।