ব্রাহ্মণবাড়িয়ায় চার হোটেলকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/18/photo-1445182162.jpg)
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, পরিবেশন এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চারটি হোটেল ও রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এনটিভি অনলাইনকে জানান, অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তাকে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানিয়েছেন, শহরের কালাইশ্রীপাড়ার ইয়াছিন প্লাজায় অবস্থিত গোবিন্দ হোটেলকে লাইসেন্স না থাকাসহ নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ৩০ হাজার, কোর্ট রোড এলাকার রাজমনি হোটেলকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০ হাজার ও একই এলাকার আবাসিক হোটেল আল মাহিরকে মূল্য তালিকা না থাকার অভিযোগে পাঁচ হাজার এবং পুরাতন জেল রোডের মেরিডিয়ান কাচ্চি অ্যান্ড কাবাব হাউজকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক শাহীনুরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।