নেত্রকোনায় ৬ দফা দাবিতে স্বাস্থ্যকর্মীদের স্মারকলিপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/18/photo-1445184981.jpg)
মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা। আজ রোববার জেলা সিভিল সার্জনের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. নিলুৎপল তালুকদার এই স্মারকলিপি গ্রহণ করেন।
এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিভিল সার্জন অফিস ও জেলা শাখার সাবেক সভাপতি এ টি এম ওয়াজেদুর রহমান, এইচ এ সিরাজুল ইসলাম, দিদার আহম্মেদ তালুকদার, অসিত কুমার মজুমদার বিপ্লব, দিদার আহম্মেদ, শংকর সরকার, মো. বাঈজীদ আহম্মদ প্রমুখ।
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবির মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন, মা ও শিশুদের টিকাদানকারী স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, স্বাস্থ্য পরিদর্শকদের নাম অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণি মর্যাদা প্রদান, স্বাস্থ্য পরিদর্শক থেকে পদায়ন করা জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক নিয়মিতকরণ, মাঠপর্যায়ে জনসংখ্যার ক্রমবর্ধমান হারে পদ সৃষ্টি করা ও অষ্টম জাতীয় বেতন কমিশনে স্বাস্থ্য কর্মীদের যথার্থ মূল্যায়ন করণসহ ছয়টি দাবি সংবলিত এই স্মারকলিপি পেশ করা হয়।