নুসরাতের নামে ভবন ও সড়ক হবে : নিজাম হাজারী

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শনিবার দিনভর ফেনী শহরের শহীদ মিনার সংলগ্ন ট্রাংক রোডে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
‘ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার’ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি নিজে নুসরাত হত্যা মামলার ব্যয়ভার বহন করবেন বলে জানান। একই সঙ্গে ফেনীতে একটি ভবন ও একটি সড়কের নাম নুসরাত জাহান রাফির নামে নামকরণের ঘোষণা দেন।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমি প্রশাসনকে অনুরোধ করব। যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি তাদেরকে অতিসত্ত্বর গ্রেপ্তার করা হোক। এবং এই মামলা পরিচালনায় যত লক্ষ টাকা ব্যয় হবে সেটি আমি নিজে বহন করব।’
এদিকে বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বিভিন্ন স্তরের কমকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে জানান। পরে তিনি নুসরাত জাহান রাফির বাড়িতে তাঁর বাবা ও স্বজনদের সঙ্গে দেখা করেন।