জামালপুরে জেএমবি সন্দেহে আটক ২
নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য সন্দেহে জামালপুরে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে সদর ও মেলান্দহ উপজেলা থেকে তাঁদের আটক করা হয়। পরে আজ সোমবার তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
এঁরা হলেন সুলতান ও রুকুনুজ্জামান রুকন। সুলতান মেলান্দহ উপজেলার চারালদার গ্রামের বাসিন্দা। তিনি নাশকতার মামলায় কারাভোগ করে রোববারই কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। আর রুকনের বাড়ি সদর উপজেলার নরুন্দির দখলদার গ্রামে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, টুপকার চর পাইলিং এলাকায় সহযোগীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সুলতানকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, গতকাল গভীর রাতে
নরুন্দির দখলদার গ্রাম থেকে থেকে রুকুনুজ্জামান রুকনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ সোমবার তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর মধ্যে সুলতানের ১০ দিন এবং রুকুনুজ্জামানের সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২৫ অক্টোবর দিন রেখেছেন।