রাতে ঘুমন্ত গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মোর্শেদা বেগম (২২) নামের এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার মাধবপাড়া গ্রামের বাড়িতে ঘুমানোর সময় এ ঘটনা ঘটে।
মোর্শেদা মাধবপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার স্ত্রী। রাতেই ইলিয়াছ থানায় মামলা করলে পুলিশ আসামি বাবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করে।
এজাহারে বলা হয়েছে, পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে ইলিয়াছের সঙ্গে প্রতিবেশী বাবুল হোসেনের বিরোধ চলছিল। এরই জের ধরে বাবুল গতকাল রাতে ঘরে ঘুমিয়ে থাকা ইলিয়াছের স্ত্রী মোর্শেদাকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড ছুড়ে মারেন। এতে মোর্শেদার মুখমণ্ডল ও ডান হাত ঝলসে যায়। এ সময় মোর্শেদার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান মাহমুদ জানান, এসিডে দগ্ধ মোর্শেদার মুখমণ্ডল, চোখ ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর গতকাল রাতেই বাবুলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। কী কারণে মোর্শেদাকে এসিড মারা হয়েছে, এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।