রাজশাহীতে আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহী মহানগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় এ ঘটনা ঘটে।urgentPhoto
নিহত আসলাম নগরীর হেতেমখাঁ এলাকার মৃত ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান মাহমুদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। হাসপাতালে তাঁর মৃত্যু ব্রডডেথ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর লাশ বর্তমানে হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। এ ঘটনার জাহিদ নামের একজনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ধ্যায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে একটি ঘটনা মীমাংসা করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে যান তাঁর খালাতো ভাই জাহিদ। সেখানে কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আসলামকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই আসলাম মারা যান।