সরকার এখন পতনের শেষ সিঁড়িতে : বিএনপি

সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে বলে বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জোটটির পক্ষে এক বিবৃতিতে বলা হয়, ‘জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে সরকারকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল ও দলকানা কতিপয় প্রচারমাধ্যমনির্ভর’ উল্লেখ করা হয়েছে। এতে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, ‘পুলিশ বাহিনীকে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে পরিণত করে সরকার নিজেকে আপাত নিরাপদ মনে করলেও যেকোনো মুহূর্তে বন্দুকের নল ঘুরে যেতে পারে। রাষ্ট্রশক্তির চূড়ান্ত নৈরাজ্যের বিপরীতে জাগ্রত গণশক্তির বিজয় আসন্ন।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের ওপর আস্থা হারিয়ে, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজকে অবজ্ঞা করে এবং সারা বিশ্বকে অস্বীকার করে ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের স্বপ্ন কখনোই পূরণ হবে না; এ দেশের জনগণ তা কখনই হতে দেবে না।’
বিবৃতিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ১ মার্চ থেকে ‘হরতালসহ কঠোর কর্মসূচি’ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
‘ক্ষমতা আঁকড়ে থাকার প্রবল উন্মাদনা পরিত্যাগ করে’ দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দাবি করে বিবৃতিতে ‘প্রতিহিংসা ও বিদ্বেষমূলক রাজনীতি পরিত্যাগ করে জনদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন’ করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ‘খালেদা জিয়া নিজে এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ জনতা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। অতএব গ্রেফতার-নির্যাতন, মামলা-হামলার ভয়-ভীতি প্রদর্শন করে চলমান গণ-আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বরং আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হবে’ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
সালাহ উদ্দিন আহমেদ তাঁর বিবৃতিতে বিএনপি ও ২০-দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সারা দেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।