নসিমনকে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নিহত ৩

রাজশাহীর বাঘা উপজেলায় নসিমনকে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলার মীরগঞ্জ এলাকার ভানুকর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘা উপজেলার ছাতারী গ্রামের সমসের আলীর ছেলে বাসের চালকের সহকারী (হেলপার) আবু হানিফ (২৩), বাসের যাত্রী মনিগ্রাম মহদীপুর বটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর স্ত্রী আমেনা বেগম (৪২)।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী এনটিভি অনলাইনকে জানান, বাঘা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া রজনীগন্ধা নামের যাত্রীবাহী একটি বাস মীরগঞ্জ ভানুকর মোড়ে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসচালক নুরুল হক দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে জানান ওসি মহসিন।
মহসিন আলী আরো জানান, নিহত দুই যাত্রীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হেলপার আবু হানিফের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা জানান, জেলা প্রশাসকের নির্দেশে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।