খুলনায় ছেলে ধরা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় ছেলে ধরা সন্দেহে এক বৃদ্ধকে (৬০) পিঠিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ বলছে, ওই বৃদ্ধ পাগল ছিলেন।
আজ শনিবার সকালে উপজেলার মাগুরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এলাকায় বেশ কিছুদিন ধরে গুজব ছড়াচ্ছে যে, রোহিঙ্গা ও বোরকা পার্টিরা এসে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে বা চুরি ডাকাতি করছে। আজ সকালে এক বৃদ্ধ মুগুরঘোনা গ্রামে গেলে তাঁর পোশাক পরিচ্ছেদ দেখে ছেলে ধরা বলে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে এলাকাবাসী জড়ো হয়ে ওই বৃদ্ধকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ গিয়ে বৃদ্ধের লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় এলাকার অজ্ঞাত আড়াইশ জনের নামে হত্যা মামলা করা হবে বলে জানান ওসি আমিরুল।