যশোরে প্রতিমা বিসর্জনের ট্রাকচাপায় বাদ্যযন্ত্রী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/24/photo-1445627925.jpg)
প্রতিমা বিসর্জনের ট্রাকে চাপা পড়ে যশোরে অমিতোষ ঘটক নামের এক বাদ্যযন্ত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনজনই নড়াইল জেলার তুলারামপুরের বড়মিনতা গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, বিজয়া দশমীতে রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের লালদীঘিতে বিসর্জনের জন্য শহরের বকচর কালীমন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন একটি ট্রাকে করে প্রতিমা নিয়ে আসে। লালদীঘির পূর্বপাড়ে সেসময় আরো কয়েকটি দল প্রতিমা বিসর্জনের অপেক্ষায় বাদ্যযন্ত্রীদের নিয়ে অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেখানে দাঁড়িয়ে থাকা বাদ্যযন্ত্রীদের চাপা দেয়। এতে অমিতোষ ঘটক (৫০), বিদ্যুৎ ঘটক (৪০) ও অবনী সেন (৩০) গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁদের দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অমিতোষ ঘটক ও বিদ্যুৎ ঘটককে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই রাত ১১ টার দিকে মারা যান অমিতোষ ঘটক। পরে বিদ্যুৎ ঘটককে ঢাকায় নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক রবিন সেন জানিয়েছেন, লালদীঘি এলাকায় ঢোকার সময় হঠাৎ গাড়ির ‘ব্রেক ফেল’ করে। এরপর কী হয়েছে তা তাঁর জানা নেই। পুলিশ কেন তাঁকে থানায় এনেছে তাও তিনি বলতে পারেন না।