ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে মারামারি, প্রাণ গেল শিশুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/bbaria_news.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে ময়না আক্তার (১২) নামের এক শিশু।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর (আতকাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ময়না আক্তার মনিপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, ‘গতকাল মনিপুর গ্রামে বিয়েতে গান বাজানোকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরে দুপক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। ১২ বছর বয়সী এক মেয়ে ঝগড়া দেখতে গিয়ে গুরুতর আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’