এক বছর আগে পাচার হওয়া কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/24/photo-1445689235.jpg)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে এক বছর আগে পাচার হওয়া এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরী উপজেলার বিষমপুর গ্রামের বাসিন্দা। তাকে আজ শনিবার সকালে ঢাকার বাড্ডা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে নেত্রকোনায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার সিধলী গ্রামের আবদুল মালেক ও তার মেয়ে রেখা আক্তার (২৩)। রেখার স্বামী সৌদি আরব প্রবাসী।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, আবদুল মালেক এক বছর আগে কিশোরীকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায়। পরে তাকে ভারতের বেঙ্গালুরুতে পাচার করে দেয়।
দীর্ঘদিন মেয়ের কোনো খোঁজ না পেয়ে গত ৫ আগস্ট চারজনকে আসামি করে থানায় মামলা করেন কিশোরীর মা। পরে পুলিশ আবদুল মালেককে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে ঢাকার বাড্ডা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় রেখাকেও গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এমন চক্র জেলায় আরো আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।