বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্তে সুলতান নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁকে মারধর করে পশ্চিমবঙ্গের হিলি থানায় সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ী সুলতান ভারতে যান। তাঁর বাড়ি বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর গ্রামে। আজ শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে ভারতের দক্ষিণ দিনাজপুরের ডাবরা গ্রাম থেকে ভীমপুর বিএসএফ সদস্যরা মানিক ও ভারতীয় নাগরিক সাইদুলকে আটকের পর মারধর করেন। ভারতীয় নাগরিক সাইদুলের বাড়ি ডাবরা গ্রামে। পরে বিএসএফ সদস্যরা আটক দুজনকে হিলি থানায় সোপর্দ করেন।
২৯ ফুলবাড়ী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কুরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকে বিস্তারিত আরো জানা যাবে। সুলতানকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।