নেত্রকোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০ বান ঢেউটিন, ৫২টি সেলাই মেশিন ও সাতটি গাভী বরাদ্দ দেয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি খায়রুল ইসলাম, আটপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আলমগীর হাসান, আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার রুনা প্রমুখ।