সিরাজগঞ্জে চালককে পুলিশের পিটুনি, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে ট্রেনের চালক ও পরিদর্শককে রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদীর পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গতকাল শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্রেনের চালক খলিলুর রহমান জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসছিলো। ট্রেনটি সন্ধ্যার একটু আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে জিআরপি পুলিশ একটি লাশ উঠানোর জন্য ট্রেনটি থামাতে বলে।
ট্রেনের পরিচালক এ জন্য জিআরপি পুলিশকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশটি ট্রেনে উঠানো হয়। এরপর রাত ৮টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছায়।
চালক অভিযোগ করেন, ট্রেন থেকে নামার পরই জিআরপির ৬/৭ জন সদস্য ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও পরিদর্শক আনোয়ার হোসেনকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। সহকারী চালককে লাশের উপর ফেলেও মারপিট করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ট্রেনটি পুনরায় সিরাজগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদী যাওয়ার কথা থাকলেও সেটি বন্ধ রাখা হয়। মধ্যরাত পর্যন্ত ট্রেনটি স্টেশনে ছিলো। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কেন সহকারী চালক ও পরিদর্শককে মারপিট করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগের ব্যবস্থাপক (পাকশী) আফজাল হোসেন মোবাইলে এনটিভি অনলাইনকে জানান, যারা ট্রেনের কর্মকর্তাদের মারপিট করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করা হবে। পাশাপাশি বিষয়টির তদন্তে রেল বিভাগের পক্ষ থেকে কমিটি করা হবে।
আফজাল হোসেন আরও জানান, ঈশ্বরদী থেকে অতিরিক্ত আরেকজন চালক পাঠানোর পর ট্রেনটি ঈশ্বরদীর দিকে ছেড়ে আসবে।