নিজ ঘরে মুদি দোকানি খুন, স্ত্রী-ছেলেসহ আটক ৩

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ ঘরে আবদুল সালাম (৫৫) নামের এক মুদি দোকানি খুন হয়েছেন। তাঁকে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আবদুস সালাম পার্বতীপুর পৌর শহরের রুস্তমনগর মহল্লার মৃত শামসুদ্দিনের ছেলে। আজ রোববার বেলা ১১টায় পার্বতীপুর থানার পুলিশ রুস্তমনগরের নিজ বাড়ি থেকে সালামের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, শনিবার রাতে নিজ বাড়ির শয়নকক্ষে আবদুস সালাম খুন হন। আজ সকালে স্থানীয় লোক মারফত খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। লাশের গলায় পেঁচানো কাটা দাগ, জিহ্বায় কামড়ের দাগ ও অণ্ডকোষ দিয়ে রক্ত ঝরছিল বলে তিনি উল্লেখ করেন।
নিহতের প্রতিবেশী ও থানা পুলিশের ধারণা, আবদুস সালামকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পরিবারের লোকদের সন্দেহজনক ভূমিকার কারণে আবদুস সালামের স্ত্রী ফারজানা বেগম (৪০), ছেলে আবদুল্লাহ আল ফারুক ওরফে জয় (১৯) ও এসডি মানিক (৩৬) নামের স্থানীয় এক চিত্রশিল্পীকে আটক করা হয়েছে।