শ্রীপুরে অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, নিহত ১

গাজীপুরের শ্রীপুর উপজেলা সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনাবাজর-কাওরাইদ সড়কের সিপির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সজীব (২০)। তিনি স্থানীয় কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম জানান, আজ দুপুরে শ্রীপুর উপজেলার জৈনাবাজর-কাওরাইদ সড়কের সিপির মোড় এলাকায় কাওরাইদগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ অটোরিকশার আরোহী পাঁচজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হতাহতদের বাড়ি স্থানীয় কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে। পুলিশ পিকআপ ও অটোরিকশা আটক করেছে।