অস্ত্র মামলায় রাবি শিবিরের সাবেক সেক্রেটারির যাবজ্জীবন

র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর একটি ধারায় তাঁকে আরো ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ আদেশ দেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু রায় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে র্যাব ৫-এর রাজশাহী রেলওয়ে কলোনির সদস্যরা মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আটজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) আলতাফ হোসেন বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর তদন্ত কর্মকর্তা শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি চলতি বছরের ৩ আগস্ট রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আজ বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান রায় ঘোষণা করেন।