কলমাকান্দায় নিখোঁজ যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445865958.jpg)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর ভজন চন্দ্র দাস (২৮) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারের একটি চালকলের চুল্লির পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা সদরের পশ্চিম বাজারের ড্রেনপাড় এলাকার ফজর আলী (৩৫) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত যুবক হচ্ছেন উপজেলার খারনৈ ইউনিয়নের বাগারপার গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে ভজন চন্দ্র দাস।
এর আগে শুক্রবার পাশের উপজেলা দুর্গাপুর সদরের বাসার কক্ষে ব্যবসায়ী অরুণ সাহা ও তাঁর স্ত্রী হেনা রাণীকে হত্যা করে দুর্বৃত্তরা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশীর আহম্মেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধারের পর বস্তাখুলে দেখা যায় লাশের মাথাটি নেই। পরে ঘটনাস্থলের পাশে থাকা ডোবার কচুরিপানার ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, বুধবার রাতে উপজেলা সদর লাগোয়া গোজাকুনিয়া গ্রাম থেকে দুর্গাপূজার সপ্তমী পূজা দেখে বাড়ি ফেরার পথে ভজন নিখোঁজ হন। বৃহস্পতিবার ভজনের বাবা সুনীল দাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ভজনের লাশ ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতকদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে জানিয়ে ওসি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।