রাজশাহী পাসপোর্ট কার্যালয়ে চার দালালের কারাদণ্ড

রাজশাহী পাসপোর্ট কার্যালয় থেকে চার দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নগরীর মতিহার থানার কাপাসিয়া পালপাড়া এলাকার মাসুম বিল্লাহ (২৭), বোয়ালিয়া মডেল থানার সপুরা এলাকার দীপু (২৫), শালবাগান এলাকার ফাহিম হাসান ফয়সাল (৩২) ও বাগমারা উপজেলার আবু বাক্কর আলী (৩২)।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, বুধবার র্যাব ৫-এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল নিয়ে নগরীর শালবাগান এলাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে তিনি অভিযান চালান।
এ সময় পাসপোর্ট কার্যালয়ে প্রতারণা, দালালি ও প্রলোভনের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে হয়রানি এবং অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে দালালচক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করেন র্যাব সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এতে দোষ স্বীকার করায় আটককৃতদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে বোয়ালিয়া থানার মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।