জামালপুরে স্থলবন্দরে শুল্ক কর্মকর্তাকে লাঞ্ছনা
জামালপুরের কামালপুর স্থলবন্দরে শ্রমিকদের বিরুদ্ধে এক শুল্ক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ওই রাজস্ব কর্মকর্তার অপসারণ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রম ছয় ঘণ্টা বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকালে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ৪৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার সময় বন্দরের শুল্ক কর্মকর্তা নুরুজ্জামান ট্রাকগুলো বন্দরের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। এতে বন্দরের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে নুরুজ্জামানকে মারধর করেন এবং তাঁর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বন্দরে শতাধিক মালবোঝাই ট্রাক আটকা পড়ে।
বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিলে ছয় ঘণ্টা পর বেলা ৩টায় বন্দরের কার্যক্রম ফের শুরু হয়।
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মোকাদ্দেছ রিপন বলেন, সম্প্রতি যোগ দেওয়া শুল্ক কর্মকর্তা নুরুজ্জামান আমদানি ও রপ্তানিকারকদের কাছ থেকে কমিশন দাবি করেন। কমিশন দিতে অস্বীকার করায় তিনি রিট্যাক্স আদায়ের হুমকি দেন। তাঁর দাবি করা কমিশন না দেওয়ায় তিনি ট্রাক প্রবেশে বাধা দেন। এতেই বিক্ষুব্ধ হন শ্রমিকরা।
তবে শুল্ক কর্মকর্তা নুরুজ্জামান কমিশন দাবির কথা অস্বীকার করেন। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই তাঁকে মারধর করা হয়েছে।