দুর্গাপুর আ.লীগের সভাপতি আজাদ, সম্পাদক সাজ্জাদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/28/photo-1446051988.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আল আজাদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার রাতে উপজেলা অডিটরিয়াম হল রুমে ত্রিবার্ষিক কাউন্সিলে তাঁরা নির্বাচিত হন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ১৮৪ জন কাউন্সিলরের মধ্যে ভোটের মাধ্যমে ১১০ জন কাউন্সিলর সভাপতি পদে ভোট দেন আলাউদ্দিন আল আজাদকে। ৯২ জন কাউন্সিলর পছন্দ করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদকে।
এর আগে দুপুর দেড়টার দিকে দুর্গাপুর সুসং কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা হারিজ বেগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল হোসেন আকঞ্জির পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, অধ্যাপক ভজন সরকার, নেত্রকোনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমল (পিপি), কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।