রাজশাহীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, অবরোধ

গাড়ি তল্লাশির নামে হয়রানি ও চাঁদাবাজির ঘটনা নিয়ে রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাক শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা।
এ সময় এক ট্রাফিক পুলিশ সদস্যকে আটকে রাখলেও পরে তাঁকে ছেড়ে দেন শ্রমিকরা। প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খড়খড়ি বাইপাশের দিক থেকে একটি ট্রাক শহরের দিকে আসছিল। এ সময় ট্রাফিক সার্জেন্টের দায়িত্বপালনকারী উপপরিদর্শক (এসআই) তোহার নেতৃত্বে পুলিশ ট্রাকটি থামিয়ে তল্লাশি করে।
শ্রমিকরা অভিযোগ করেন, এ সময় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও তোহা ট্রাকচালকের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তোহা ও এক পুলিশ কনস্টেবল চালককে ট্রাক থেকে নামিয়ে চড়-থাপ্পড় মারেন।
ট্রাক শ্রমিকরা আরো জানায়, এ ঘটনার পর আমচত্বরে অবস্থিত ট্রাক সমিতির কয়েকজন নেতা-কর্মী সেখানে ছুটে যান। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের হাতাহাতিরও ঘটনা ঘটে। পরে ট্রাক শ্রমিকরা ট্রাফিক পুলিশের এক সদস্যকে আটকে রাখেন। এ ছাড়া রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে আটকে রাখা তোহাকে শ্রমিকদের কাছ উদ্ধার করে। পরে বিষয়টি নিয়ে পুলিশ ও ট্রাকশ্রমিকরা মীমাংসায় বসেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে ট্রাকের চালান নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রাফিক কনস্টেবলকে উদ্ধার করেছে। পরে শ্রমিক নেতদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, ট্রাক শ্রমিকদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল। সমঝোতার পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
ট্রাক শ্রমিক নেতারা জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুরের পর তাঁরা অবরোধ তুলে নেন।