রাজশাহীতে সমবায় কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজশাহীর মোহনপুর উপজেলার বাড়িতে সমবায় কর্মকর্তা আলতাফ হোসেনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার মেলান্দী গ্রামের আবদুল হামিদ স্বর্ণকারের ছেলে ও মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন মোহনপুর কৃষি ব্যাংকের উত্তর পাশে নিজ বাড়িতে বসবাস করতেন। রোববার তাঁর স্ত্রী ছোট মেয়েকে নিয়ে রাজশাহী শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন রোববার রাতে একাই বাসার দ্বিতীয় তলায় ছিলেন। বাসার নিচতলায় আরআরএফ নামের একটি এনজিওর অফিস রয়েছে। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে সমবায় কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
প্রতিবেশী আসাদ আলী নামের এক ব্যক্তি জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির বাইরে বের হয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সমবায় কর্মকর্তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়া মাত্রই মামলা রেকর্ড করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।