৯ মাসের ছেলের গলা কেটে হত্যা করলেন মা!

খুলনায় ৯ মাস বয়সী ছেলে মেহেবকে হত্যার অভিযোগে মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
খুলনায় ৯ মাস বয়সী ছেলে মেহেবকে গলা কেটে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন মা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়ের মহলের দক্ষিণপাড়া বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে।
মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর বাবার নাম জামাল হোসেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, শিশু ছেলেকে হত্যা করার অভিযোগের শ্রাবণী আক্তারকে আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন, শ্রাবণী মানসিকভাবে অসুস্থ।
নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, আমার ভাবির মাথায় সমস্যা আছে। এ কারণে অনেকবার তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা কোনো সমস্যা পাননি।