মোহনপুরে আ. লীগের দুই পক্ষে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নুতন ভবনে ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তর উপলক্ষে চেয়ারম্যানের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ শনিবার দুপুর ১টার দিকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে আজ বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অতিথি ছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, ওই মিলাদ মাহফিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো পক্ষকেই আর কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
স্থানীয়রা জানায়, মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে কেবল ঘাসিগ্রামের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আগামীকাল রোববার থেকে ঘাসিগ্রাম ইউনিয়নের কার্যক্রম নতুন ভবনে শুরু হবে। এজন্য শনিবার বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে অতিথি করা হলেও আমন্ত্রণ জানানো হয়নি সংসদ সদস্য আয়েন উদ্দিনকে।
এ কারণে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ আয়েন উদ্দিনের পক্ষে অবস্থান নেয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এমপি আয়েন উদ্দিন গত ৪ অক্টোবর ঘাসিগ্রাম ইউনিয়নের নতুন ভবনটির উদ্বোধন করেন। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি চেয়ারম্যানকে ডাকেননি। এ কারণে চেয়ারম্যান তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে শনিবারের মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তাঁকে ডাকেননি। সেখানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। কিন্তু বিকেলের আগেই এমপি আয়েনের নির্দেশে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
তবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ওই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি মুখ্য নয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওই অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।