রাবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
এ সময় সেখানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, পরিসংখ্যান বিভাগের পতাকা ও পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পরিসংখ্যান পেশাজীবীদের এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে ‘বেটার ডাটা, বেটার লাইভস’ প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে পরিসংখ্যান গবেষণাবিষয়ক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, জীবনের জন্য তথ্য গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জীবন ও জীবিকার উন্নয়নে সাহায্য করে। বর্তমানে আমরা বিজ্ঞানের জগতে বসবাস করছি। প্রাকৃতিক বিজ্ঞানসহ সামাজিক-মানবিক জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় পরিসংখ্যানের ব্যবহার হচ্ছে। সঠিক তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে গবেষণা এবং পরিকল্পনা করলে আমাদের দেশসহ সারা বিশ্বের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব।
উপাচার্য আরো বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তা থেকে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান অপরিহার্য ভূমিকা রাখে। অত্যন্ত আশার কথা যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সর্বগামী যে গবেষণা করছে তা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নে সহায়ক হবে। এ সময় তিনি গোটা ক্যাম্পাসকে পরিসংখ্যানের একটি বিস্তৃত ক্ষেত্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াজেদ এবং রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্যাল অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. আইউব আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আমিনুল হক।
এর আগে রাবি উপাচার্য, উপ-উপাচার্যসহ অতিথিরা পরিসংখ্যান গবেষণাবিষয়ক স্টলগুলো পরিদর্শন করেন। প্রদর্শনীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরসহ মোট ১৬টি স্টল ছিল।
জাতিসংঘ ২০১০ সালে ২০ অক্টোবরকে বিশ্ব পরিসংখ্যান দিবস ঘোষণা করে এবং প্রতি পাঁচ বছর পর পর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে হিসেবে এটি দ্বিতীয় বিশ্ব পরিসংখ্যান দিবস। এ বছর গত ২০ অক্টোবর দিবসটি উদ্যাপন হওয়ায় কথা থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসটি আজ ৩১ অক্টোবর পালিত হলো।