খুলনায় নছিমন-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় নছিমন ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আড়ংঘাটায় শহীদের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কুলদিয়া বম্রগাড়ি গ্রামের আরিফুল ও ইনসান।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, আজ দুপুরের দিকে একটি নছিমন খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে নছিমনটি আড়ংঘাটার শহীদের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা আরিফুল নামের এক ব্যক্তি মারা যান। গুরুতর আহত হন ইনসান। পরে ইনসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। পুলিশ দুর্ঘটনায় সংশ্লিষ্ট পিকআপটি আটক করেছে বলে জানান ওসি।