নেত্রকোনায় দুর্নীতি প্রতিরোধে সমাবেশে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/31/photo-1446313042.jpg)
নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার শনিবার নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি
দুর্নীতি প্রতিরোধে নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংঘের সদস্যদের নিয়ে শনিবার দুপুরে নেত্রকোনা পাবলিক হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, কমিটির সম্পাদক আলী আমজাদ খান আন্টু, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবুল কালাম আজাদ, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ছায়েদুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, প্রতিবন্ধী গবেষক গোলাম মোস্তফা এবং কোহিনূর বেগম।
সমাবেশে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।