হোসেনী দালানে হামলার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ

হোসেনী দালানে গ্রেনেড হামলার প্রতিবাদে সকালে বেনাপোলে বিক্ষোভ মিছিল করে ইমাম মেহেদী (আ.) ফাউন্ডেশন। ছবি : এনটিভি
রাজধানীর পুরান ঢাকায় হোসেনী দালানে শিয়া সম্প্রদায়ের ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ রোববার সকালে ইমাম মেহেদী (আ.) ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ মিছিলের আয়োজন করে। মিছিলটি পুলিশ পাহারায় বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বেনাপোল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফাউন্ডেশনের শার্শা উপজেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন শান্তি। এতে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, ডা. মোস্তাফিজুর রহমান, মাস্টার আয়ূব হোসেন, আমীর হামজা, ওসমান গনি, শাহ আলম, শের আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন শান্তি ১০ মহররমে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।