৩ হত্যার দায়ে চালকের ৩ বছর দণ্ড

বেপরোয়া গাড়ি চালিয়ে তিনজনকে হত্যার দায়ে (মৃত্যু ঘটানোর অভিযোগে) এক বাস চালককে তিন বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আজ সোমবার বেলা ১১টায় আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া বাস চালকের নাম মো. দুলাল খান। তাঁর বাড়ি বরিশাল শহরের রূপাতলী এলাকায়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর বিকেল ৫টার দিকে চালক মো. দুলাল খান ঢাকা জ ৩১০৮ নম্বরের বাসে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ভাণ্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি নামক স্থানে বেপরোয়াভাবে চালানোর কারণে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন ওই সময়ের ভাণ্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আবদুস সালাম, জিয়ানগর উপজেলা শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আবু তাহের তালুকদার ও বরিশালের উজিরপুর উপজেলার তনুশ্রী সন্যামত নামের এক নারী। দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বেপরোয়া বাস চালিয়ে তিনজনের মৃত্যু ঘটানোর অভিযোগে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ মাজহারুল হক বাদী হয়ে রাজাপুর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪ (বি) ধারায় একটি মামলা করেন। কিছুদিন পর পুলিশ ওই বাসের চালক মো. দুলাল খানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মান্নান রসুল এনটিভি অনলাইনকে জানান, আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ করে দণ্ডবিধির ৩০৪ (বি) ধারা অনুযায়ী বাসচালককে সর্বোচ্চ সাজা দিয়ে আজ রায় ঘোষণা করেন।