সিজারের সময় মা ও মেয়ের মৃত্যু, হাসপাতাল মালিক আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রসূতি মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, দি নিউ সেন্ট্রাল হাসপাতাল নামে প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ চিকিৎসক না থাকায় মালিকপক্ষের লোকজনের অপারেশন করে। এ জন্যই এ ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের মালিক হারুন অর রশিদ ও ওয়ার্ড বয় আমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত প্রসূতির নাম বিবি কুলসুম। তিনি উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের মো. রিপনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিবি কুলসুমকে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাত ১০টার দিকে তাঁর অপারেশন শুরু করা হয়। কিন্তু অপারেশন চলাকালেই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ সময় অপারেশন পুরোপুরি শেষ না করেই আশঙ্কাজনক অবস্থায় রোগীকে নিয়ে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় ফেনীতে পৌঁছালে মা ও গর্ভে থাকা শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালের মালিক ও ওয়ার্ড বয়কে আটক করেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত কুলসুমের সুরতহালের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এদিকে এলাকাবাসী জানায়, সম্প্রতি অবৈধ কাগজপত্র এবং অব্যবস্থাপনার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল।